শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তুরস্কের বৃহত্তম বিজ্ঞান উৎসবে জিতলো তিন ইরানি শিক্ষার্থী

পোস্ট হয়েছে: অক্টোবর ৬, ২০২১ 

news-image

তুরস্কের বৃহত্তম বিজ্ঞান উৎসব টেকনোফেস্টে প্রথম হয়েছেন তিন ইরানি শিক্ষার্থী। আইআরআইবির প্রতিবেদন মতে, তুরস্কের সবচেয়ে বড় এই বিজ্ঞান উৎসবে  তিন ইরানি শিক্ষার্থীর মেডিকেল প্রকল্প প্রথম স্থান অধিকার করে।

ওই তিন ইরানি শিক্ষার্থী হলেন আরাস্তু শাপুরান, হামেদ ঘোরবানি, আইসান নাইবি। এই তিন ইরানি ও দুই তুর্কি শিক্ষার্থী সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত পল্লি অঞ্চলের রোগীদের দ্রুত স্বাস্থ্য সেবা প্রদানে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি পদ্ধতির নকশা করেন। তুর্কি টেকনোফেস্টে অংশ নেওয়া ২ হাজার ৩৭২টি প্রকল্পের মধ্যে এই পদ্ধতিটি প্রথম স্থান অধিকার করে।  সূত্র: মেহর নিউজ এজেন্সি।