সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তুরস্কে ইরানের পণ্য রপ্তানি ১৯২ শতাংশ বেড়েছে

পোস্ট হয়েছে: জুলাই ২০, ২০২২ 

news-image

চলতি বছরের প্রথম তিন মাসে প্রতিবেশী তুরস্কে ইরানের পণ্য রপ্তানি বেড়েছে ১৯২ শতাংশ। ওই সময়ে দেশটিতে ৩০ লাখ ৭০ হাজার টন তেল বহির্ভূত পণ্য রপ্তানি হয়েছে। যা থেকে ইরানের আয় হয়েছে ১ দশমিক ৭৩৭ বিলিয়ন মার্কিন ডলার।ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লতিফি রোববার এসব তথ্য জানান।তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় ২১ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত তুরস্কে ইরানের পণ্য রপ্তানি ওজন ও মূল্যের দিক দিয়ে যথাক্রমে ৩৬৩ এবং ১৯২ শতাংশ বেড়েছে। সূত্র: মেহর নিউজ।