তিবিলিসি চ্যাম্পিয়নশিপে রুপা জিতল ইরানি প্যারা-পাওয়ারলিফ্টার
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৫, ২০২১
ইরানের প্যারা পাওয়ারলিফ্টার আমির জাফারি আরঙ্গেহ বুধবার ২০২১ বিশ্ব প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক জিতেছেন৷ ইরানি এই প্যারা পাওয়ারলিফ্টার ১৯২ কেজি ওজন তুলে দ্বিতীয় স্থান অধিকার করেন।
এই বিভাগে আলজেরিয়ান অ্যাথলেট হোসিন বেত্তির ১৯৪ কেজি ওজন তুলে স্বর্ণপদক জিতেছেন। ব্রোঞ্জ মেডেল জিতেছেন নাইজেরিয়ার থমাস কুরে। তিনি ওজন তুলেছেন ১৯০ কেজি। ২০২১ বিশ্ব প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত হয়। তিবিলিসি প্রতিযোগিতায় পদক বিজয়ীরা ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য ২০২৪ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে টিকিট নিশ্চিত করবেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।