তিন অ্যাওয়ার্ড জিতলো ইরানি চলচ্চিত্র ‘লাঞ্চ টাইম’
পোস্ট হয়েছে: জুলাই ১৭, ২০১৭
ইরানি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘লাঞ্চ টাইম’ ব্রাজিলে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব দ্য পোর্তো অ্যালেগ্রি স্ক্রিনরাইটিং ফেস্টিভ্যালে (এফআরএপিএ) তিনটি অ্যাওয়ার্ড জিতেছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আলীরেজা কাশেমি। উৎসবের এবারের ৫ম আসর ৪ জুলাই শুরু হয়ে শেষ হয় ৭ জুলাই।
‘লাঞ্চ টাইম’ ১৬ বছর বয়সি এক কিশোরীর কাহিনী অবলম্বনে নির্মিত। যেখানে মেয়েটির মা মারা যাওয়ার পর তার মরদেহ শনাক্ত করতে হাসপাতালে আসে সে। কিন্তু অল্প বয়সের কারণে হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা মেয়েটিকে মর্গে ঢুকতে দেয় না। এ কারণে মরদেহ শনাক্ত করতে ঝামেলায় পড়তে হয় তাকে।
এর আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্বল্পদৈর্ঘ্য ছবির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা স্টুডেন্ট শর্ট ফিল্মের খেতাব কুড়ায় ইরানি চলচ্চিত্রটি। ‘স্নেক অ্যালি ফেস্টিভ্যাল অব ফিল্ম’ নামে ওই চলচ্চিত্র উৎসবের ৬ষ্ঠ আসরে ছবিটি সেরা ছবির অ্যাওয়ার্ড জিতে।
চলচ্চিত্রটিতে খোরশিদ চেরাঘিপুর, রুইয়া বখতিয়ারি, আমির তাঘদিরি, পেইম্যান নাইমি, সিয়াভাশ চেরাঘিপুর, বাহরাম ইমরানি, পুরিয়া আখাভান, মোহাম্মাদ হাদাদি, আলিরেজা কাসেমি, মাহদি ইয়েগানি ও আরাশ কাসেমি অভিনয় করেছেন। সূত্র: মেহের নিউজ।