তায়কোয়ান্দো গ্র্যান্ড স্লামে ইরানের মারদানির স্বর্ণ জয়
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৯, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/12/2985971.jpg)
বিশ্ব তায়কোয়ান্দো গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সিরিজে স্বর্ণপদক জিতলেন ইরানের সাজাদ মারদানি। রোববার চীনের উশিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইরানি এই প্রতিনিধি ৮০ কেজি ওজন-শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি আমেরিকার স্টেফ্যান লাম্বদিন, দক্ষিণ কোরিয়ার বিল-ইয়ঙ বিয়ন ও চীনের কিয়াঙ শু’কে পরাজিত করেন, উঠে আসেন ইভেন্টের ফাইনাল লড়াইয়ে।
ফাইনালে মারদানি দক্ষিণ কোরিয়ার কিও-ডন ইনকে পরাজিত করে ঘরে তোলেন সোনার মেডেল। এছাড়াও তিনি পুরস্কার হিসেবে জিতেছেন নগদ ৫০ হাজার মার্কিন ডলার।
ওয়ার্ল্ড তায়কোয়ান্দো প্রতিযোগিতার এই আসরে ইরানের আরমিন হাদিপুর ব্রোঞ্জপদক জিতেছেন। তিনি ৫৮ কেজি ওজন-শ্রেণিতে দক্ষিণ কোরিয়ার তায়ি-হুন কিমকে হারিয়ে ব্রোঞ্জপদক জয় করেন। হাদিপুর নগদ পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার মার্কিন ডলার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।