শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভালে সেরা পরিচালক বাহরামি

পোস্ট হয়েছে: নভেম্বর ২৯, ২০২২ 

news-image
ইরানি নির্মাতা আহমেদ বাহরামি ২৬তম তালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভালে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। রোববার এস্তোনিয়ায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে ইরানি নাটক “দ্য ওয়েস্টটাউন”-এর জন্য তিনি এই পুরস্কার লাভ করেন।
ইরানের চলচ্চিত্র সম্পাদক হায়েদেহ সাফিয়ারি উৎসবের আন্তর্জাতিক বিভাগের জুরি সদস্য ছিলেন। তার সাথে আরও ছিলেন পরিচালক ইলদিকো এনিয়েদি এবং তার হাঙ্গেরিয়ান সহযোগী সুরকার অ্যাডাম বালাজ, জার্মান পরিচালক আন্দ্রেয়াস ক্লেইনার্ট এবং ভারতীয় অভিনেত্রী ও পরিচালক বিজয়া জেনাও।
উৎসবের গ্র্যান্ড প্রিক্স জিতেছে আইসল্যান্ড-এস্তোনিয়ার সহ-প্রযোজনার ছবি ‘ড্রাইভিং মাম’। হিলমার ওডসন পরিচালিত চলচ্চিত্রটি রসিকতায় ভরা।
আসিফ রুস্তমভ পরিচালিত আজারবাইজান এবং ফ্রান্সের সহ-প্রযোজনার ছবি ‘কোল্ড অ্যাজ মার্বেল’-এ ভূমিকার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন গুরবান ইসমাইলভ।চিলি-আর্জেন্টিনা প্রযোজনা ‘দ্য পানিশমেন্ট’-এ মাতিয়াস বাইজের ভূমিকার জন্য আন্তোনিয়া জেগার্স সেরা অভিনেত্রী নির্বাচিত হন।হাজারেরও বেশি অতিথি ও শিল্প প্রতিনিধি এবং ১৬০জনের অধিক সাংবাদিক প্রতি বছর ট্যালিন ব্ল্যাক নাইটস ফিল্ম ফেস্টিভালে উপস্থিত হন। সূত্র: তেহরান টাইমস।