শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তথ্যমন্ত্রীর সাথে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০১৬ 

news-image
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে বৃহস্পতিবার দুপুরে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজী দেহনাভী। সবিচালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাতের আলোচনায় বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে তথ্যসংবাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন তারা। ইরানের সংস্কৃতিনির্ভর ইংরেজি ভাষার টেলিভিশন ও রেডিও চ্যানেল বাংলাদেশে সম্প্রচারে ইরানি রাষ্ট্রদূত ড. ভায়েজীর প্রস্তাবে তথ্যমন্ত্রী ইতিবাচক সাড়া দেন।
thumbnail_IQR_2438 
তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক হাজার বছরের পুরনো। তৎকালীন পারস্য থেকে সুফি সাধকেরা বাংলাদেশে এসে বসতি গড়েছিলেন। ইরানের নওরোজ উৎসবের সাথে বাঙলা বর্ষবরণের দারুণ মিলও রয়েছে। বিশ্বায়নের এ যুগে দুদেশের মধ্যে তথ্য ও সংস্কৃতি বিনিময় উভয় দেশের মানুষকেই সমৃদ্ধ করবে।
 
thumbnail_DSC_0636ইরানের সাথে তথ্য ও সংবাদ বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া প্রণয়নের বিষয়ও আলোচনায় স্থান পায়।
 
ইরান দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কাউন্সেলর সাইয়েদ মূসা হোসেইনী এবং তথ্যমন্ত্রীর একান্ত সচিব ড. মোল্লা মাহমুদ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।