ঢাবির শতবর্ষী ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রকাশিত বই ও জার্নাল
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৪
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2024/01/42e6fa35-4124-4705-8590-ee42fdd9630f.jpg)
সুজন পারভেজ : প্রয়াত লেখক সৈয়দ আবুল মকসুদ তাঁর ‘স্যার ফিলিপ হার্টগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য’ নামক গ্রন্থে লিখেছেন যে হার্টগ মনে করতেন : পূর্ব বাংলার ইতিহাস- ঐতিহ্য- সংস্কৃতি নিয়ে বস্তুনিষ্ঠ গবেষণা করতে হলে আরবি ও ফারসি ভাষায় দক্ষতা থাকা প্রয়োজন। কারণ, মুসলমান যুগের দলিলপত্র সব আরবি-ফারসিতেই লেখা।তার পাঠোদ্ধার ও বিচার -বিশ্লেষণের জন্য আরবি-ফারসি ভাষায় দক্ষতা যেমন প্রয়োজন, তেমনি ইসলামি ধর্মতত্ত্ব ও ইসলামের ইতিহাস নিয়ে চর্চা করার জন্যও আরবি ভাষায় দক্ষতা থাকা প্রয়োজন।
হার্টগের এ লেখা থেকে স্পষ্ট বুঝা যায় যে আমাদের ফারসি চর্চার প্রয়োজন রয়েছে। এ কারণেই ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে ফারসি বিভাগ তার যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটি অনুষদ যেমন বিজ্ঞান, আইন ও কলা এবং ১২ টি বিভাগ নিয়ে তার পথচলা শুরু করে যার মধ্যে ফারসি বিভাগও অন্তর্ভুক্ত ছিল। সেই ১৯২১ সাল থেকে ২০২১ নানা রকম চড়াই উৎরাই পেরিয়ে ফারসি বিভাগ আজকেও স্বগৌরবে টিকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতা পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশ্বিবদ্যালয় বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেয় ও সম্পন্ন করে। এর অংশ হিসেবে প্রত্যেক বিভাগ বই ও জার্নাল প্রকাশ করে। শতবর্ষী ফারসি বিভাগও এর বাহিরে নয়। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ শতবর্ষ উপলক্ষে একটি বই ও দুটি জার্নাল প্রকাশ করে।
° ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি বিভাগ ও বাংলাদেশে ফারসি চর্চা’ : গ্রন্থটি ২০২২ সালের জুন মাসে প্রকাশিত হয়। বইটি পনেরটি অধ্যায়ে বিভক্ত ও এতে ফারসি ভাষা ও সাহিত্য,বাংলাদেশে ফারসির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ইত্যাদি বিষয় ছাড়াও আরও বিভিন্ন বিষয়ে ১৫টি প্রবন্ধ রয়েছে রয়েছে।
° ‘মাজাল্লেয়ে ফারসি দানেশগাহে ঢাকা'(ষষ্ঠ বর্ষ ও ষষ্ঠ সংখ্যা) জার্নালটি ফারসি ভাষায় রচিত। বঙ্গবন্ধু ও আরও নানা বিষয়ে এতে ৯টি প্রবন্ধ রয়েছে। জার্নালটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরণে বিশেষ সংখ্যা হিসেবে ২০২২ সালে প্রকাশিত হয়েছে।
° ‘মাজাল্লেয়ে ফারসি দানেশগাহে ঢাকা’ (ষষ্ঠ বর্ষ ও সপ্তম সংখ্যা) এ জার্নালটিও ফারসি ভাষায় লেখা। এতে ১০টি
প্রবন্ধ রয়েছে। এটি বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শতবর্ষ উপলক্ষে বিশেষ সংখ্যা হিসেবে ২০২২ সালের জুন মাসে প্রকাশিত হয়েছে।
সুজন পারভেজ
শিক্ষার্থী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।