ঢাকায় ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে আলোচনা ১ ডিসেম্বর
পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/11/Out-side-1.jpg)
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ (১২-১৭ রবিউল আওয়াল) উপলক্ষে আগামী ১ ডিসেম্বর, ২০১৭, শুক্রবার, বিকাল ৪ টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ‘মুসলিম উম্মাহর বর্তমান সমস্যাসমূহ ও ইসলামি ঐক্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী জনাব আবুল কালাম আজাদ এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজী দেহনাভী। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম ড. সাইয়্যেদ জাওয়াদ মাজলুমী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ. কে. এম. বদরুদ্দোজা।
অনুষ্ঠানে নাত পরিবেশন করবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী জনাব সালাউদ্দিন আহমেদ।