ঢাকায় ইরানি নওরোজ ও বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠান ২১ মার্চ
পোস্ট হয়েছে: মার্চ ১৯, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/03/১২২২২২২২২২২২২২২.jpg)
ইরানি নওরোজ ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে আগামী ২১ মার্চ, মঙ্গলবার, বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন।অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।