ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল সাহিত্যে ফারসির প্রভাব’ শীর্ষক সভা
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৬, ২০১৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. আব্দুস সবুর খান এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের হাফিজ প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘নজরুল সাহিত্যে ফারসির প্রভাব’ শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজী দেহনাভী।আলোচনায় অংশগ্রহণ করেন ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর জনাব সাইয়্যেদ মূসা হোসেইনী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, সহযোগী অধ্যাপক ড. আবু মুসা আরিফ বিল্লাহ, ইরানি ভিজিটিং প্রফেসর ড. ফরহাদ দরুদগারিয়ান প্রমুখ।
বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা ফারসিতে বক্তৃতা, কবিতা পাঠ, কবি নজরুলের কবিতার ফারসি অনুবাদ পাঠের মাধ্যমে অনুষ্ঠানকে হৃদয়গ্রাহী করে তোলে। বিভাগের নবীন শিক্ষক মেহেদি হাসান কবি নজরুলের ‘আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান’ গানটিকে একই সুরে বাংলা ও ফারসিতে উপস্থাপন করেন।অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন বর্ষের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে ইরান সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়।সম্প্রতি ইরানে ফারসি ভাষা ও সাহিত্যের ওপর মানোন্নয়ন কোর্সে পুরুষদের বিভাগে প্রথম স্থান অধিকারী মো: ইব্রাহীম খলিল ও মেয়েদের বিভাগে প্রথম স্থান অধিকারী মেহজাবিন ইসলামকে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ইরানি রাষ্ট্রদূতের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।এছাড়া ফারসি ভাষার শিক্ষার্থীদের শিক্ষা তৎপরতার ওপর এ বিভাগের ছাত্র সাকিবুল হাসানের নির্মিত শর্টফিল্ম ‘ দ্য নিউ সানসাইন’ এর জন্য বিভাগের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।