ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিচালকের সাথে ইরানি কালচারাল কাউন্সেলরের সাক্ষাৎ
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/09/pic1.jpg)
রেইনবো ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী। রোববার রাজধানীর সাইন্স ল্যাবরেটরি রোডে অবস্থিত রেইনবো ফিল্ম সোসাইটির কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ঢাকাস্থ ইরানি কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী বলেন, ইরান ও বাংলাদেশ দুটি ভ্রাতৃ ও বন্ধুপ্রতিম দেশ এবং দেশদুটির সংস্কৃতির অনেক ক্ষেত্রেই অভিন্নতা রয়েছে।আমরা চাই দুদেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ককে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে। তিনি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব উল্লেখ করে বলেন, বাংলাদেশে ইরানি চলচ্চিত্র যে জনপ্রিয়তা অর্জন করেছে তার পেছনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ ভূমিকা রয়েছে।
এ সময় রেইনবো ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ইরানে ইসলামী বিপ্রব সংঘটিত হওয়ার পর আমরা মনে করেছিলাম দেশটির চলচ্চিত্র শিল্প হয়তো দুর্বল হয়ে পড়বে। কিন্তু জার্মানীতে অনুষ্ঠিত একটি চলচ্চিত্র উৎসবে ইরানি সিনেমা দেখে দেশটির চলচ্চিত্র শিল্প সম্পর্কে আমার ধারনা পাল্টে যায়।এরপর থোকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমরা নিয়মিতভাবে ইরানি চলচ্চিত্র প্রদর্শন করেছি এবং এ পর্যন্ত অনেক ইরানি ছবি এই উৎসবে পুরস্কার পেয়েছে। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এখন বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ করছে এবং অস্কার থেকে শুরু করে এ পর্যন্ত অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার ঘরে তুলেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।আমরা চাই চলচ্চিত্র শিল্পের ক্ষেত্রে দেশটির অভিজ্ঞতাকে কাজে লাগাতে। এসময় ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং রেইনবো ফিল্ম সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।