শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে বিশ্বে শীর্ষ পাঁচে ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২০ 

news-image

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ বলেছেন, ইরানের প্রতিরক্ষা খাত ইরানি বিশেষজ্ঞদের তৈরি করা সর্বাধুনিক প্রযুক্তির সরঞ্জাম উপভোগ করছে।

রোববার মহাকাশ বাহিনীর সামরিক সরঞ্জাম নিয়ে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি বলেন, ইরানের মহাকাশ সেকশন ও এর অর্জনাবলি বিশ্বের শীর্ষ পর্যায়ে রয়েছে।

অ্যারোস্পেস ফোর্সের প্রধান আরও বলেন, যখন আমরা মিসাইল, ড্রোন, রাডার উন্নয়ন সম্পর্কে কথা বলি তখন বলতে হয় এগুলো সর্বাধুনিক প্রযুক্তির এবং এই ক্ষেত্রে শীর্ষ পাঁচ দেশের মধ্যে আমরা রয়েছি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।