শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ডি-এইট সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০২২ 

news-image

আটটি মুসলিম দেশের সংগঠন ডি-এইট এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়  রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডি-এইট সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। আগামী ২৭ জুলাই বুধবার ঢাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে, আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন সম্মেলনে জ্বালানি নিরাপত্তার ওপর জোর দেবে বাংলাদেশ। পাশাপাশি খাদ্য নিরাপত্তার বিষয়টিও আলোচনায় রাখবে ঢাকা।

তিনি আরও বলেন, আমরা ক্লাইমেট রেজুলেশন্সের ওপর জোর দেব। ট্যুরিজম সেক্টর নিয়েও আলোচনা হবে, যদিও এ সেক্টরে আমরা ম্যাচিউরড না।

এবারের ডি-৮ সম্মেলন গুরুত্বপূর্ণ জানিয়ে মোমেন বলেন, এ বছরটা ডি-৮ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। ২৫তম বছরপূর্তি এবার। ২৫ বছর পূর্তি উপলক্ষে আজারবাইজান সদস্যপদের জন্য আবেদন করেছে। ওদের গ্রহণ করা হবে কি না, সেটা নিয়ে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। ডি-৮ সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের স্থায়ী প্রতিনিধি করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। নাইজেরিয়া কর্তৃক ডি-৮ ইয়ুথ কাউন্সিল গঠনের বিষয়টি আলোচনা করা হবে।

ইরান ও বাংলাদেশ ছাড়া ডি-এইটের অন্য ছয় সদস্য দেশ হচ্ছে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর ও নাইজেরিয়া। পার্সটুডে/