বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

টোকিও অলিম্পিকে ইরান বাস্কেটবল দলের নেতৃত্ব দেবেন শাহিনতাব

পোস্ট হয়েছে: অক্টোবর ১, ২০২০ 

news-image

টোকিও অলিম্পিক গেমসে ইরানের জাতীয় বাস্কেটবল দলের নেতৃত্ব দেবেন মেহরান শাহিনতাব। মঙ্গলবার বাস্কেটবল ফেডারেশনের সদরদপ্তরে ফেডারেশনের টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে টোকিও অলিম্পিকের কোচ হিসেবে ৫৪ বছরে বয়সী শাহিনতাবকে নির্বাচিত করা হয়।

শাহিনতাব গত বছর চীনে অলিম্পিক গেমসে ইরানি দলের নেতৃত্ব দেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো অলিম্পিক গেমসে ইরানের নাম উঠাতে সহায়তা করেন।

এছাড়া ইরানের নারী বাস্কেটবল ও ৩*৩ দলের কোচ হিসেবে থাকছেন যথাক্রমে শায়েসতেহ মোতেশাররেই ও নিকা বেইক-লিকলি। সূত্র: তেহরান টাইমস।