টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছেন ইরানের দুই কুস্তিগীর
পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০২১

শুক্রবার কাজাখাস্তানের আলমাতিতে এশিয়ান অলিম্পিক কোয়ালিফাইংয়ে এই দুই ইরানি কুস্তিগীর জয় পাওয়ার পর তাদের টোকিও অলিম্পিকে খেলা নিশ্চিত করেন। এরা হলেন মোহাম্মদরেজা জেরায়ি ও মোহাম্মদহাদি সারাভাই। জেরায়ি ভারতের কুস্তিগীর আশু আশুকে পরাজিত করেন। তিনি এখন কোরিয়ার হানসু রিউয়ের সঙ্গে ফাইনাল রাউন্ডে লড়বেন। জেরায়ি বলেন টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পেয়ে আমি এখন লড়াইয়ের জন্যে তৈরি। জেরায়ির ভাই মোহাম্মদ আলি টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছেন। মোহাম্মদ আলি নুরসুলতানে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। তেহরান টাইমস