টোকিও অলিম্পিক বিশ্ব মঞ্চে ইরানের পতাকা
পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০২১

দীর্ঘ অপেক্ষার পর শুরু হয়েছে টোকিও অলিম্পিক গেমস। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় ইরানি প্রতিনিধি দল। ফারসি পতাকাবাহী সামাদ নিককাহ বাহরামি ও হানিয়েহ রোস্তামিয়ান এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তাদের হাতেই অলিম্পিকের বিশ্ব মঞ্চে উড়ে ইরানের পতাকা।
ইরানের ৬৬জন অ্যাথলেটের মধ্য থেকে প্যারেড অব ন্যাশনসে মাত্র ২৫জন অংশ নেন। জাপানের জাতীয় স্টেডিয়ামে বেশিরভাগ আসন খালি রেখেই শুরু হওয়া অলিম্পিক প্যারেডে ২ শতাধিক দেশের অ্যাথলেট যোগ দেন।
করোনা ভাইরাস মহামারির কারণে টোকিও ২০২০ অলিম্পিক এক বছর পর ২৩ জুলাই শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত।
২০১৬ রিও অলিম্পিক গেমসে ইরান তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক নিয়ে ২৫তম অবস্থান অর্জন করে। সূত্র: তেহরান টাইমস।