রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

টেক্সটাইল রপ্তানি থেকে ইরানের বছরে আয় ৫০০ মিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: এপ্রিল ৩০, ২০২৪ 

news-image

গত ফারসি বছরে (২১ মার্চ ২০২৩ থেকে ১৯ মার্চ ২০২৪) ইরান থেকে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের টেক্সটাইল পণ্য রপ্তানি হয়েছে।এই সময়ের মধ্যে দেশটির বেশিরভাগ টেক্সটাইল পণ্য ইরাক, আফগানিস্তান এবং রাশিয়ায় রপ্তানি হয়।

ওই তিন দেশে ইরানের মোট টেক্সটাইল পণ্য রপ্তানি হয় যথাক্রমে ২৬, ১৮ এবং ৬ শতাংশ।

ইরান থেকে বেশিরভাগ টেক্সটাইল পণ্য রপ্তানি হয় কাশান শুল্ক অফিসের মাধ্যমে। এরপরের অবস্থানে রয়েছে মাশহাদ এবং পশ্চিম তেহরান শুল্ক অফিস।

এছাড়াও ২১ মার্চ ২০২৩ থেকে ১৯ মার্চ ২০২৪ পর্যন্ত দেশটিতে ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের টেক্সটাইল পণ্য আমদানি করা হয়। এক বছর আগের তুলনায়  যা ১২ শতাংশ বেশি। এই সময়ের মধ্যে ইরানে টেক্সটাইল পণ্য রপ্তানি করা প্রধান প্রধান দেশগুলি হলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই), চীন এবং তুরস্ক। সূত্র: তেহরান টাইমস