মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ে ৮১ ইরানি বিশ্ববিদ্যালয়

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৫ 

news-image

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে নানা ধরনের র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। এবার প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৫’।

১১টি ক্যাটাগরিতে প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ের ১০টিতে স্থান পেয়েছে ইরানের ৮১টি বিশ্ববিদ্যালয়। আগের বছর ২০২৪ সালে দেশটির ৭৩টি বিশ্ববিদ্যালয় স্থান লাভ করে।

এই দশটি বিষয়েরর মধ্যে রয়েছে শিল্পকলা এবং মানবিকতা, ব্যবসা এবং অর্থনীতি, ক্লিনিক্যাল এবং স্বাস্থ্য, কম্পিউটার বিজ্ঞান, শিক্ষা, প্রকৌশল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান। একাদশ বিষয় হলো আইন।

ইরানের সেরা র‌্যাঙ্কিং হচ্ছে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগে। শিল্প ও মানবিক বিভাগে তেহরান বিশ্ববিদ্যালয় (৪০১-৫০০), মাশহাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয় এবং শহিদ বেহেশতি বিশ্ববিদ্যালয় (৫০১-৬০০), আল্লামে তাবাতাবাই বিশ্ববিদ্যালয় এবং ইসফাহান বিশ্ববিদ্যালয় (৬০১) দেশের মধ্যে প্রথম থেকে তৃতীয় স্থানে রয়েছে।

এই বছর ৭২টি দেশ এবং অঞ্চলের ৭৫০টি বিশ্ববিদ্যালয়কে শিল্প ও মানবিক শাখার বিস্তৃত পরিসরে অবদানের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস