রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে এশিয়াসেরা ইরানের ৬৫ বিশ্ববিদ্যালয়

পোস্ট হয়েছে: জুলাই ৩, ২০২৩ 

news-image

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩ ’-এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইরানের ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে।

এ বছর ১৩টি পারফরম্যান্স সূচক বিবেচনায় নিয়ে এবারের র‍্যাঙ্কিং করা হয়েছে।গত বছরের (২০২২) র‍্যাঙ্কিংয়ের সঙ্গে তুলনায় এ বছর সেরা ইরানি প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

তালিকায় ৬৪তম স্থানে থাকা শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজি দেশসেরা হয়েছে। এছাড়া রিপোর্টার হিসেবে ইরানের দুটি প্রতিষ্ঠানের অবস্থানও উল্লেখ করা হয়েছে।এবার এশিয়ার ৩৬টি দেশের ৯২৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন।

এই র‌্যাঙ্কিং সিস্টেমের আগের সংস্করণে ইরানের ৫৮টি বিশ্ববিদ্যালয় এশিয়ার শীর্ষ প্রতিষ্ঠানগুলির মধ্যে স্থান পায়। র‌্যাঙ্কিং সিস্টেমের ২০২২ সংস্করণে এশিয়ার দেশগুলির ৮২৯টি প্রতিষ্ঠান চূড়ান্ত তালিকায় স্থান পায়। সূত্র: তেহরান টাইমস।