ঝর্ণা ও জলপ্রপাতের অঞ্চল ইরানের কোর্দেস্তান
পোস্ট হয়েছে: মে ১৪, ২০২৩
সুউচ্চ পর্বত, প্রশস্ত উপত্যকা এবং নয়নাভিরাম ঝর্ণার আবাসস্থল ইরানের কোর্দেস্তান প্রদেশ। নদী, হ্রদ, খনিজ ঝর্ণা, গুহা এবং বন্যপ্রাণীর প্রাচুর্যের কারণে প্রদেশটি পর্বতারোহী এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য।
কোর্দেস্তান বৈচিত্র্যময় ও শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং আঁকা-বাঁকা রুক্ষ রাস্তাঘাটের জন্যও বেশি পরিচিত।
দর্শনীয় প্রদেশটির উত্তর দিয়ে বয়ে চলেছে জারিভার হ্রদ। এই অঞ্চলটি যেন হারিয়ে যাওয়া স্বর্গ। মারিভান শহরের কাছাকাছি এই স্থানটি ঘন অরণ্যে ঘেরা এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল।
দর্শনার্থীরা পাথুরে চুনাপাথর কারাফতু গুহার দিকেও যেতে পারে। গুহাটি কোটি কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগে পানির নিচে ছিল বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়।
ভ্রমণের হন্য শীতকাল এড়ানো ভাল। কারণ এখানে তখন কঠোর এবং প্রচুর তুষারপাত হয়। অন্যদিকে, কোর্দেস্তানের মনোরম জলবায়ু বসন্ত এবং গ্রীষ্মে বসবাসের জন্য একটি দুর্দান্ত জায়গায় পরিণত করেছে। ইরানের অন্য কোথাও যখন বেশ গরম থাকে তখন এখানে আরামদায়ক আবহাওয়া বিরাজ করে। সূত্র: তেহরান টাইমস।