জৈব ওষুধ উৎপাদনে বছরে বিলিয়ন ডলার সাশ্রয় ইরানের
পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২০

রোববার তিনি জানান, দেশে উৎপাদিত জৈব ওষুধের সংখ্যা ২২টি। এই অঞ্চলে এ ধরনের ওষুধ এককভাবে কেবল ইরানের রয়েছে।
ঘানেই জানান, জৈব ওষুধ উৎপাদনের ক্ষেত্রে ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও চীনসহ এশীয় দেশগুলো।
এশিয়ায় প্রথম অথবা দ্বিতীয় অবস্থানে চলে আসবে। যা দেশের মেডিকেল সোসাইটির জন্য সম্মান ও গর্বের বিষয় হয়ে দাঁড়াবে।
ঘানেই জানান, বিশ্বে ১৪০ ধরনের জৈবওষুধ আছে। এর মধ্যে ৫০টি ওষুধ অনেক বেশি সেবন করা হয় এবং এগুলো কিছু দেশে অনেক দামি। সূত্র: মেহের নিউজ এজেন্সি।