বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

জুনিয়র রেসলিং বিশ্ব চ্যাম্পিয়ন ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ৮, ২০১৭ 

news-image

জুনিয়র রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের গ্রেকো-রোমান বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইরানের জাতীয় জুনিয়র কুস্তি দল।ইরানের জুনিয়র গ্রেকো-রোমান দলের কুস্তিগিররা তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জপদক পেয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।

ফিনল্যান্ডের তামপেরে ৬ আগস্ট এই প্রতিযোগিতা শুরু হয়ে শেষ হয় পরের দিন সোমবার ৭ আগস্ট। প্রতিযোগিতায় ইরানের যুব কুস্তিগিররা দারুণ খেলা উপহার দিয়ে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনেন। তারা মোট ৫৮ পয়েন্ট পেয়ে শিরোপা তুলতে সক্ষম হয়েছেন।

ফার্সি কুস্তিগিররা টুর্নামেন্টের দ্বিতীয় স্থান অধিকারী দেশ রাশিয়ার চেয়ে পাঁচ পয়েন্ট বেশি পেয়েছেন।

এই প্রতিযোগিতায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ হয়েছে রাশিয়া(৫৩-পয়েন্ট), তুরস্ক(৩৮), যুক্তরাষ্ট্র(২৯), কিরগিজিস্তান(২৮) ও ফিনল্যান্ড(২৮)।

ইরানের তিন স্বর্ণপদক বিজয়ী হলেন পোয়া দাদমার্জ (৫০ কেজি), কেরামত আবদেভালি (৬০ কেজি) ও আমিন কাভিয়ানিনেজাদ (৬৬ কেজি)।

অন্যদিকে, রৌপ্য জয় করেছেন আরমান আলিজাদেহ এবং ১২০ কেজি ওজন-শ্রেণিতে খেলে তৃতীয় হয়েছেন আমিন মির্জাজাদেহ।সূত্র: মেহের নিউজ।