শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

জার্মানিতে ইরানি শিশু ক্বারির হৃদয়গ্রাহী তেলাওয়াত

পোস্ট হয়েছে: আগস্ট ১৯, ২০২০ 

news-image

জার্মানির হামবুর্গ শহরে দারুল কুরআন সেন্টার আয়োজিত কেরাত প্রতিযোগিতায় ইরানের রাজধানী তেহরানের শিশু ক্বারি মাহমুদ রেজা হাতামি অংশ নিয়ে বিচারক ও দর্শকদের বিশেষ নজর কাড়েন। তার মনোমুগ্ধকর তেলাওয়াতের প্রশংসা করেন বিচারক।

কুরআন টিভি চ্যানেল আয়োজিত ইসরা নামের ওই প্রতিযোগিতায় মাহমুদ রেজা হাতামি তেলাওয়াত করেন মিশরের বিখ্যাত ক্বারি আবদুল বাসিত আবদুস সামাদের অনুকরণে। পার্সটুডে