শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

জার্মান চলচ্চিত্র উৎসবে ‘ডেথ ইজ মাই নেইবর’

পোস্ট হয়েছে: আগস্ট ১৪, ২০২২ 

news-image
রাদভিন খোদাদাদির ইরানি এক্সপেরিমেন্টাল শর্ট ফিল্ম ‘ডেথ ইজ মাই নেইবর’ বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে৷
রাদভিন খোদাদাদির লেখা এবং পরিচালিত স্বল্পদৈর্ঘ্যটি জার্মান চলচ্চিত্র উৎসব প্রভিনজিয়ালের এবারের ১৯তম আসরে দেখানো হবে৷
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বার্লিনের হাউস শোয়ারজেটালে অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ।