শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

জাপানের সাথে ইরানের ক্রীড়া মন্ত্রণালয়ে সহযোগিতা চুক্তি

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২০ 

news-image

জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে ইরানের ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সহযোগিতা স্মারক (এমওইউ) সই হয়েছে। মঙ্গলবার অনলাইন অনুষ্ঠানে চুক্তিটি সই হয়।

এসম্পর্কে ইরানের ক্রীড়া মন্ত্রী মাসুদ সোলতানিফার বলেন, দেশগুলোর মধ্যে সম্মান,সহযোগিতার মতো সর্বজনীন মূল্যবোধ সংরক্ষণ ও সম্প্রসারণে  খেলাধুলা একটি মূল্যবান সুযোগ এবং এটি সবার সাধারণ লক্ষ্যমাত্রা।

তিনি বলেন, মূল্যবোধ থেকে সুবিধা নিয়ে খেলাধুলা ভিন্ন ভিন্ন নৃতাত্বিক গোষ্ঠী ও জাতীকে একত্রিত করে এবং তাদের মধ্যে মিথস্ক্রিয়ার সংস্কৃতি ছড়িয়ে দেয়। ইতিহাস সাক্ষ্য দেয় ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে ক্রীড়া সর্বদা সফল হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।