জাপানি উৎসবে ইরানি ছবির অ্যাওয়ার্ড জয়
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৭, ২০২০
জাপানে অনুষ্ঠিত টোকিও স্বতন্ত্র চলচ্চিত্র উৎসবে কয়েকটি অ্যাওয়ার্ড জিতেছে ইরানি ফিচার ‘আল্টিমলি’। ছবিটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার পুয়া এশতেহারদি। উৎসবের এবারের পঞ্চম আসরে এসব পদক জিতেছে ছবিটি।
‘আনটিমলি’ শিগগিরই ইরানের সিনেমা হলগুলিতে মুক্তি দেয়া হবে। চলচ্চিত্রটি হামিন নামে এক তরুণ সেনা সদস্যের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। তিনি ইরান ও পাকিস্তান সীমান্তের একটি ওয়াচটাওয়ারে সামরিক বাহিনীর দায়িত্ব পালন করেন।
ইরানি ফিচারটি জাপানের টোকিও স্বতন্ত্র চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসরে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা সিনেমাটোগ্রাফি পুরস্কার জিতেছে।
‘আনটিমলি’ পরবর্তীতে ২০তম অ্যানুয়াল সান্তা ফি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেবে। চলচ্চিত্র উৎসবটি ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি আমেরিকার নিউ ম্যাক্সিকোতে অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।