মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

জানুয়ারিতে তেহরানে ফিজিক্যাল মেডিসিন কংগ্রেস

পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০১৮ 

news-image

ফিজিক্যাল মেডিসিন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড ইলেকট্রোডায়জেনেসিস বিষয়ে ইরানের বাৎসরিক কংগ্রেস অনুষ্ঠিত হবে জানুয়ারিতে। এ বছর ফিজিক্যাল মেডিসিন কংগ্রেসের ২১তম পর্ব তেহরানে ১৭ জানুয়ারি শুরু হবে, চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এতে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর প্রখ্যাত বক্তারা বক্তব্য রাখবেন।

ফিজিক্যাল মেডিসিন কংগ্রেসে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের বিশেষজ্ঞ ও প্রভাষকদের পাশাপাশি অরথোপেডিক্স, নিউরোলজি, নিউরোসার্জারী, রিউম্যাটোলজি, স্পোর্টস মেডিসিনের মতো সংশ্লিষ্ট বিষয়ের অন্যান্য বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। এছাড়াও এতে সাধারণ ব্যক্তিরাও অংশ নেবেন।

তিন দিনব্যাপী এই কংগ্রেসে নতুন ডায়গনস্টিক ইস্যু এবং শারীরিক ওষুধ চিকিৎসা, ইলেক্ট্রোডায়গনেসিস, নতুন পুনর্বাসন, স্পোর্টস মেডিসিন, মাসকুলোস্কেলেটাল ব্যথা সিন্ড্রোম, কগনিটিভি পুনর্বাসন সহ বিস্তর বিষয়ে আলোচনা হবে।

তেহরানের রাজি ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি এই কংগ্রেস অনুষ্ঠিত হবে।

সূত্র: মেহর নিউজ এজেন্সি।