সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

জানুয়ারিতে তেহরানে আন্তর্জাতিক গল্পবলার উৎসব

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৬, ২০১৭ 

news-image

ইরানের রাজধানী তেহরানে শুরু হচ্ছে আন্তর্জাতিক গল্প বলার উৎসব। এবার উৎসবটির ২০তম পর্ব আগামী ২১ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

আন্তর্জাতিক এই গল্প বলার উৎসব আয়োজন করা হয়েছে তেহরানের ইনস্টিটিউট ফর ইনটেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্টসে (আইআইডিসিওয়াইএ)।

আইআইডিসিওয়াইএ এর উপপ্রধান রেজা গামারজাদেহর তথ্য মতে, বাৎসরিক আন্তর্জাতিক এই উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে ১৮ হাজার অংশগ্রহণকারী যোগ দেয়।

তিনি জানান, প্রাদেশিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সর্বমোট ৬ হাজার ৭৩৭টি গল্প পর্যালোচনা করা হবে। এর মধ্য থেকে সবচেয়ে মানসম্মত গল্পটি অনুষ্ঠানে পাঠ করে শোনানো হবে।

রেজা গামারজাদেহ বলেন, উৎসবের লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে গল্প বলার ঐতিহ্য ছড়িয়ে দেওয়া এবং ইরানের এই সংস্কৃতি ও প্রাচীন রীতি সর্বদা জীবিত রাখা।

সূত্র: মেহর নিউজ এজেন্সি।