মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

চেন্নাই উৎসবে সেরা শর্ট ফিল্ম ইরানের ‘দ্যা পাস্ট কন্টিনিয়াস’

পোস্ট হয়েছে: এপ্রিল ১৪, ২০২০ 

news-image

ভারতের চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (সিআইএফএফ) সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতলো ইরানি ছবি ‘দ্যা পাস্ট কন্টিনিয়াস’। চলচ্চিত্রকার শিভা তাহেরির স্বল্পদৈর্ঘ্যটি উৎসবের এবারের ১৭তম আসর থেকে সেরা ছবির খেতাব কুড়ালো।

সেরা শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড বিজয়ী ‘দ্যা পাস্ট কন্টিনিয়াস’ এর স্ক্রিপ্ট লিখেছেন কারিম আমিনি, আমিন তাহমাসেবি ও আলি বাতেনি। ভারতের চেন্নাই শহরে চলচ্চিত্র সমিতি ইন্দো সিনে-অ্যাপ্রিসিয়েশন ফাউন্ডেশন (আইসিএএফ) এর উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয়।

এরআগে ‘দ্যা পাস্ট কন্টিনিয়াস’ আমেরিকার ১৩তম টাওস শর্টজ ফিল্ম ফেস্টিভ্যাল, ইতালির ভ্যারিস ফিল্ম ফেস্টিভ্যাল ও ইন্দোনেশিয়ার ১৬তম মিনিকিনো ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।