চীনে ইরানের রপ্তানি বেড়েছে ২৩ শতাংশ
পোস্ট হয়েছে: আগস্ট ২৪, ২০২২

চীনের শুল্ক প্রশাসনের প্রকাশিত তথ্যমতে, ২০২২ সালের প্রথম সাত মাসে চীনে ইরানের তেল বহির্ভূত রপ্তানি হয়েছে ৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২৩ শতাংশ বেড়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০২১ সালের জানুয়ারি থেকে জুলাই মাসে চীনে ৩ দমমিক ৬৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। উল্লিখিত তথ্যের ভিত্তিতে, ইরান ও চীন ওই ছয় মাসে ৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার মূল্যের পণ্য লেনদেন করেছে। যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। ২০২২ সালের প্রথম সাত মাসে ইরানে চীনের রপ্তানিও আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেড়ে ৫ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এশিয়ার দেশটি আগের বছরের একই সময়ে ইরানে ৪ দশমিক ২৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। সূত্র: তেহরান টাইমস।