চীনে ইরানের দ্বিতীয় ন্যানো সেন্টার চালু
পোস্ট হয়েছে: জুলাই ৯, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/07/2827418-1.jpg)
চীনে দ্বিতীয় ন্যানো সেন্টারের উদ্বোধন করল ইসলামি প্রজাতন্ত্র ইরান। শনিবার দক্ষিণ চীনের গুয়াংডঙ প্রদেশের গুয়াংঝো শহরে ইরান ন্যানো চীনা সেন্টার তথা আইএনসিসির উদ্বোধন করা হয়। এর আগে দেশটির পূর্বাঞ্চলীয় জুয়াংসু প্রদেশের সুঝুতে প্রথম ন্যানো সেন্টারের উদ্বোধন করে ইরান।
ইরান ন্যানোটেকনোলজি ইনিশিয়েটিভ কাউন্সিলের (আইএনআইসি) অফিসিয়াল ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, নতুন এই অফিসের লক্ষ ন্যানোটেকনোলজি খাতে ইরান ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা তৈরি করা এবং দুই দেশের সংশ্লিষ্ট কোম্পানিগুলির মধ্যে মিথষ্ক্রীয়া জোরদার করা।
আইএনসিসির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াংঝোতে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের কনসাল জেনারেল খলিল শিরগোলামি, আইএনআইসির মহাসচিব সাইদ সরকার ও চীনের সংশ্লিষ্ট সংস্থা ও কোম্পানিসমূহের প্রতিনিধিরা। ন্যানো সেন্টারটি প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে গুয়াংঝো পৌরসভার প্রযুক্তি কমিটি, গুয়াংঝো চেম্বার অব কমার্স ও ডাব্লিউটিওআইপি।
সাইদ সরকার বলেন, ন্যানোপ্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া দেশগুলোর মধ্যে চীন অন্যতম। তিনি আরও জনান, ইরানের সাম্প্রতিক কিছু অর্জন ন্যানোপ্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ৫ দেশের মধ্যে দেশটিকে স্থান করে দিয়েছে। এর আগে সুঝুতে চালু হওয়া ইরানের প্রথম ন্যানো সেন্টারটি সফল বলে উল্লেখ করেন তিনি।
চীনের জিয়াংসু প্রদেশের সুঝুতে ২০১৫ সালে ইরানের প্রথম ন্যানো প্রযুক্তি কেন্দ্র চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে চীনের গুয়াংঝো ও ইরানে উদ্ভাবনী প্রযুক্তির শিল্পায়নের ওপর সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এছাড়া ইরান ও গুয়াংঝো কর্তৃপক্ষের মধ্য কৌশলগত সহযোগিতার ওপর একটি সমঝোতা স্মারকও (এমওইউ) স্বাক্ষরিত হয়। একই অনুষ্ঠানে ন্যানো প্রযুক্তি ক্ষেত্রে ইরানের যতসব অর্জন নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।
সূত্র: মেহর নিউজ এজেন্সি।