চিলি ও তুরস্কে ‘আমেরিকান বুল’ এর অ্যাওয়ার্ড জয়
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২, ২০২০

ইরানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান বুল’ চিলি ও তুরস্কে অনুষ্ঠিত দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। ছবিটি পরিচালনা করেছেন ফাতেমা তুসি।
‘আমেরিকান বুল’ চিলিতে অনুষ্ঠিত ১৫তম আরিকা নাটিভা ফেস্টিভ্যালে বিশেষ জুরি পুরস্কার লাভ করে। এছাড়া স্বল্পদৈর্ঘ্যটি টার্কিশ ফিল্ম ফেস্টিভ্যাল অব লায়নসে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।
চলচ্চিত্রটিতে এক ছোট বালকের মালিকানায় আমেরিকার একটি ষাঁড়ের সঙ্গে তার চমৎকার সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে। এ ষাঁড়টি দিয়ে প্রজননের জন্যে ভাড়া দেয়া হয়। প্রচুর অর্থ উপার্জন হয় এতে।
এরআগে এ চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে। জার্মানির ৬৫তম আন্তর্জাতিক শর্ট ফিল্ম প্রতিযোগিতায় এটি বেশ প্রশংসা কুড়ায়। জার্মানির এ চলচ্চিত্র উৎসব ষাটের দশক থেকে সবচেয়ে পুরাতন উৎসব বলে পরিচিত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।