শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘চাহিদার শতকরা ৯৮ ভাগ ওষুধ ইরানে তৈরি হয়’

পোস্ট হয়েছে: মে ১৩, ২০১৯ 

news-image

অভ্যন্তরীণ চাহিদার শতকরা ৯৮ ভাগ ওষুধ তৈরি করে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের সংসদ সদস্য গোলাম আলী জাফারজাদেহ  রোববার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অভ্যন্তরীণ চাহিদার শতকরা ১০০ ভাগ ওষুধ উৎপাদনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ইরান।

গোলাম আলী জাফারজাদেহ বলেন, ওষুধ তৈরির ক্ষেত্রে গত বছর ৯৭০টি লাইসেন্স ইস্যু করা হয়েছে এর মধ্যে ৮০টি লাইসেন্স দেয়া হয়েছে এমন সব ওষুধ তৈরির জন্য যা দেশে এই প্রথমবারের মতো তৈরি হচ্ছে।

ইরানের এ সংসদ সদস্য জোর দিয়ে বলেন, ৬০০’র বেশি কোম্পানি মেডিক্যাল যন্ত্রপাতি তৈরি করে যা ইরানের মোট চাহিদার শতকরা ৩৫ ভাগ। অর্থাৎ মেডিক্যাল ক্ষেত্রে যেসব যন্ত্রপাতি দরকার তার শতকরা ৩৫৬ ভাগ ইরান নিজেই তৈরি করে। পার্সটুডে ।