শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

চার পুরস্কারের জন্য মনোনীত `বডিগার্ড’

পোস্ট হয়েছে: মে ৩১, ২০১৭ 

news-image

স্পেনে অনুষ্ঠিতব্য মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চারটি ক্যাটাগরিতে প্রধান পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ইরানি চলচ্চিত্র নির্মাতা ইব্রাহিম হাতামিকিয়ার ফিচার ফিল্ম‘বডিগাড’।

‘বডিগার্ড’ ছবিটি প্রথম ৩৪তম ফজর চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। এই উৎসবে শীর্ষ চরিত্রে সেরা অভিনয় ও সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য ছবিটি দু’টি ক্রিস্টাল সিমোর্ঘ (সেরা পুরস্কার) জয় করেছে।

মাদ্রিদ চলচ্চিত্র উৎসবের চারটি বিভাগ তথা সেরা অভিনেতা হিসেবে পারভিজ প্যারাস্তোয়ি, সেরা সহকারী অভিনেতা হিসেবে বাবাক হামিদিয়ান, সেরা বিদেশি চলচ্চিত্র বিভাগে এহসান মোহাম্মাদ হাসানি ও সেরা এডিটিং’এ প্রধান পুরস্কারের জন্য মেহদি হুসেইনভান্দ মনোনীত হয়েছেন।

মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ১৫ জুলাই শুরু হওয়ার কথা আছে।সূত্র: মেহের নিউজ।