চার দেশে মাস্ক উৎপাদনের সরঞ্জাম রপ্তানি করবে ইরান
পোস্ট হয়েছে: জুলাই ৬, ২০২০

চার দেশে ফেস-মাস্ক উৎপাদনের যন্ত্র রপ্তানি করতে যাচ্ছে ইরানের একটি বিজ্ঞানভিত্তিক কোম্পানি। প্রতিষ্ঠানটি ন্যানোফাইবার ফেস-মাস্ক উৎপাদন নিয়ে কাজ করছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রেজা ফরিদি মাজিদি এই তথ্য জানিয়েছেন।
রোববার মেহর নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ন্যানোফাইবার ফেস-মাস্ক উৎপাদনের যন্ত্র তৈরি করা হচ্ছে এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে এসব যন্ত্র বিক্রি করা হচ্ছে। দেশে ন্যানোফাইবার ফেস-মাস্ক উৎপাদন শিগগিরই দশ গুন বাড়বে। অর্থাৎ উৎপাদন বাড়বে উল্লেখযোগ্য হারে।
তিনি বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের ফলোশ্রুতিতে তার কোম্পানি দেশে ন্যানোফাইবার ফেস-মাস্কের চাহিদা মেটাতে কার্যকর পদক্ষেপ নিয়েছে। ‘‘আমরা নানোফাইবার ফেস-মাস্ক উৎপাদন যন্ত্র ব্যবহার করে থাকি, যা এই কোম্পানিতেই উৎপাদন হচ্ছে।’’
তার কোম্পানিতে ফেস-মাস্ক উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে উল্লেখ করে ফরিদি বলেন, কোম্পানিতে এক মাস আগ থেকে রোজ ৩০ হাজার থেকে ৪০ হাজার ফেস মাস্ক উৎপাদন হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।