চলচ্চিত্রে নারী পাইওনিয়ার অ্যাওয়ার্ড পেলেন ইরানের সানজারি
পোস্ট হয়েছে: অক্টোবর ৪, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/10/2594088.jpg)
ইরানি চলচ্চিত্র পরিচালক শিভা সানজারি নারী পাইওনিয়ার অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি নিজের পরিচালিত ‘হেয়ার দ্য সিট্স আর ভ্যাকেন্ট’ তথ্যচিত্র বায়োপিকের জন্য এই পুরস্কার লাভ করেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নবম ডিটিএলএ চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার দেয়া হয়।
৬০-মিনিটের ‘হেয়ার দ্য সিট্স আর ভ্যাকেন্ট’ ছবিতে ইরানের একজন অভিনেত্রী ও সাবেক চলচ্চিত্রকারের অতীত ও বর্তমান জীবনের দীর্ঘ বর্ণনা ফুটিয়ে তোলা হয়েছে।
ডাউনটাউন ফিল্ম ফেস্টিভ্যাল লস অ্যাঞ্জেলেস তথা ডিটিএলএ ফিল্ম ফেস্টিভ্যালে যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রকারদের পরিচালিত স্বতন্ত্র ছবিসমূহ বিস্তর পরিসরে প্রদর্শিত হয়ে থাকে। এ চলচ্চিত্র উৎসবে প্রাথমিকভাবে ইতিহাস অন্বেষণ, স্থাপত্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সমসাময়িক সমাজ ও রাজনৈতিক ইস্যু নিয়ে নির্মিত ছবিগুলির প্রতি গুরুত্ব দেয়া হয়।
ডিটিএলএ চলচ্চিত্র উৎসবের এবারের নবম আসর ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হয়, চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।সূত্র: মেহের নিউজ।