সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গ্লোবাল ফটোগ্রাফিক ইউনিয়ন কনটেস্টে ইরানি ফটোগ্রাফারদের এ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২১ 

news-image

ইরানি ফটোগ্রাফার পারদিস মালেকি এবং মার্ডিন আহমাদি জিপিইউ আন্ডার ২৫ ফটো প্রতিযোগিতার সেকেন্ড এডিশনে এ্যাওয়ার্ড পেয়েছেন। তরুণ ফটোগ্রাফারদের বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দেওয়া ও তাদের ফটোগ্রাফি সম্পর্কে বিশ্বের অন্যান্য ফটোগ্রাফারদের সংযোগ সৃষ্টি করাই এধরনের আয়োজনের লক্ষ্য। ওপের কালার এবং কোভিড-১৯ ক্যাটাগরিতে মালেকি এ্যাওয়ার্ড পান। মালেকির ‘মরুভূমি’ শীর্ষক ছবিতে তিনি পান সিলভার মেডেল। কোভিডের সময় ইরানি স্বাস্থ্যকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে তার আরেকটি ছবি ‘নার্সেস’ পুরুস্কৃত হয়। আহমাদি মোবাইল ফটো সেকশনে তার ‘রিমেইনস অব অটাম’ ছবিটির জন্যে পুরস্কার পান। তেহরান টাইমস