শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গ্লোবাল ইনোভেশন ইনডেক্সের উচ প্রযুক্তি শিল্পে ২৬তম ইরান

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৩, ২০২০ 

news-image

বিশ্বের উদ্ভাবনী সূচকের তালিকা ‘গ্লোবাল ইনোভেশন ইডেক্সে (জিআইআই)’ এর উচ্চ প্রযুক্তি শিল্পে ২৬তম স্থান দখল করে নিয়েছে ইরান। জিআইআই ২০২০ এর এই তালিকায় সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো আঞ্চলিক দেশগুলোকে পেছনে ফেলে এই সাফল্য দেখিয়েছে দেশটি।  

ওয়ার্ল্ড ইনটেলেকটুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন, কর্নেল ইউনিভার্সিটি এবং ইনসেড বিজনেস স্কুল বিশ্বের উদ্ভাবনী সূচকের তালিকা প্রকাশ করে। তালিকায় রয়েছে বিশ্বের মোট ১৩০ টির অধিক দেশ।

তালিকায় মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৪৮তম, ইরান ৬৭তম ও কাজাখস্তান ৭৭তম স্থান নিয়ে আঞ্চলিক পর্যায়ে যথাক্রমে প্রথম থেকে তৃতীয় অবস্থানে রয়েছে।

জিআইআই ২০২০ প্রতিবেদন মতে, মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের দশটি দেশের মধ্যে ইরান দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া ৩৭টি মধ্যম আয়ের দেশের তালিকায় ইরানের অবস্থান ১৯তম। সূত্র: তেহরান টাইমস।