গ্রেকো-রোমান এশিয়ান কুস্তি চ্যাম্পিয়ন ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ১৭, ২০২৪

ইরানের পুরুষ গ্রেকো-রোমান কুস্তি দল মঙ্গলবার ২০২৪ এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।ইরান সামগ্রিকভাবে চারটি স্বর্ণ জিতেছে। সহজেই ২০০ পয়েন্ট নিয়ে তৃতীয়বারের মতো দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। কিরগিজস্তান ১৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং তৃতীয় স্থানে থাকা জাপান তিন স্বর্ণপদক নিয়ে কিরগিজস্তানের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছনে রয়েছে।
প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ইরান ২য় দিনে চার কুস্তিগীরকে ফাইনালে পাঠায়। এদের মধ্যে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী মোহাম্মদহাদি সারাভি ৯৭ কেজিতে সম্পূর্ণ আধিপত্যের সাথে স্বর্ণপদক জিতে এবং তরুণ কুস্তিগীর সাইদ ইসমাইলি ৬৭ কেজিতে প্রথমবারের মতো এশিয়ান শিরোপা জিতেছে।
সারাভাই ৯৭ কেজি ফাইনালে কাজাখস্তানের ইসুফ মাতসিয়েভকে ৯-০ ব্যবধানে পরাজিত করেন।
সূত্র- তেহরান টাইমস