শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

গ্রিসের চানিয়া ফিল্ম ফেস্টিভালে ইরানের ‘অ্যাক্রিড’

পোস্ট হয়েছে: জুলাই ৩০, ২০২৩ 

news-image

পায়াম কোরকজান পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘অ্যাক্রিড’ গ্রিসের ১১তম চানিয়া ফিল্ম ফেস্টিভালে অংশ নেবে। এনিয়ে চলচ্চিত্রটি পঞ্চম কোনো আন্তর্জাতিক উৎসবের অংশ নিচ্ছে। গ্রীক চলচ্চিত্র উৎসবের এবারের আসর ১৮ থেকে ২৮ অক্টোবর ক্রিট দ্বীপে অনুষ্ঠিত হতে চলেছে।

আমিন পানাহির লেখা শর্ট ফিল্মটি এরআগে ইতালিতে অনুষ্ঠিত ২১তম ইসচিয়া গ্লোবাল ফেস্টিভাল, তুরস্কের ৪র্থ বিঙ্গোল কে?সা ফিল্ম ফেস্টিভাল, কানাডার ৯ম গিবেক ফিউচার ফিল্ম ফেস্টিভাল এবং ৫ম এমআইওয়াইডব্লিউএমএফ ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়।

রামিন রাস্তাদ, রদনুশ মোগদ্দাম, শাহাব গাজালি, আমিন জারে, হিরাদ আকবরী, শাদি জেরাআতি, হামিদ্রেজা সিচানি, মোহসেন মাসায়েলি এবং মোখতার সায়েগী শর্ট ফিল্মটিতে অভিনয় করেছেন। সূত্র: তেহরান টাইমস