গ্রিস উৎসবে ইরানি অ্যানিমেশন ‘ইটেন’র পুরস্কার জয়
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৮, ২০২০
গ্রিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব ‘অ্যাথেন্স অ্যানিমফেস্টে’ পুরস্কার জিতেছে ইরানি অ্যানিমেশন চলচ্চিত্র ‘ইটেন’। চলচ্চিত্রকার মোহসেন রেজাপুর পরিচালিত ছবিটি উৎসবের এবারের ১৫তম আসর থেকে অ্যাওয়ার্ড লাভ করে। গত নভেম্বরে এই উৎসব অনুষ্ঠিত হয়।
১৫তম অ্যাথেন্স অ্যানিমফেস্টে ইরান থেকে ১৫টি শর্ট অ্যানিমেশন দেখানো হয়। রেজাপুরের চলচ্চিত্রটি উৎসবের শর্ট অ্যানিমেশন বিভাগ থেকে ডিস্টিঙ্কশন অ্যাওয়ার্ড ঘরে তোলে।
অ্যানিমেশন চলচ্চিত্র ‘ইটেন’ রহস্যময় অজ্ঞাত একটি গ্রহে প্রাণীর জীবনযাপন নিয়ে তৈরি করা হয়েছে। এতে খরগোশের মতো প্রাণীকে খেতে দেখা যায়। কিন্তু গল্পের শেষ জানা যায় না। সূত্র: মেহর নিউজ এজেন্সি।