বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

গুরুত্বপূর্ণ ৫ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইরান

পোস্ট হয়েছে: জানুয়ারি ৪, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরান কৃষি বিভাগের গুরুত্বপূর্ণ পাঁচটি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ইরানের কৃষি গবেষণা সংস্থার প্রধান এস্কান্দার জান্দ সোমবার এ কথা জানান। ইরান যেসব খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে তা হচ্ছে- গম, বার্লি, তুলা, ভুট্টা ও ধান উৎপাদনে।

এস্কান্দার জান্দ জানান, দেশের কৃষি-গবেষকরা অন্য শস্যের আমদানি বন্ধ করার জন্য কঠোর প্রচেষ্টা চালাচ্ছেন। ইরানের প্রথম জাতীয় কৃষক মেলায় এসব কথা বলেন তিনি। ইরান চলতি বছর গম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং দেশের কোনো ব্যবসায়ী গম আমাদনি করলে তাকে জরিমানা করা হবে বলে আগেই ঘোষণা করা হয়েছে।

ইরানের এ কর্মকর্তা জানান, প্রতিরোধমূলক অর্থনীতির কারণে গত তিন বছরে কৃষিপণ্য উৎপাদন ৯৩ মিলিয়ন থেকে ১১৭ মিলিয়নে নেয়া সম্ভব হয়েছে। সূত্র:পার্সটুডে