গিলান থেকে বছরে কোটি ডলারের হ্যান্ডিক্র্যাফ্ট রপ্তানি
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২২
চলতি ইরানি ক্যালেন্ডার বছর ১৪০০ সালে (যা শুরু হয়েছে ২১ মার্চ ২০২১) ইরানের উত্তর গিলান প্রদেশ থেকে ৯৬ লাখ মার্কিন ডলার মূল্যের হস্তশিল্প পণ্য রপ্তানি হয়েছে।
ফারসি ১৩৯৮ সালের তুলনায় মোট হস্তশিল্প রপ্তানি বেড়েছে পাঁচগুণ। ওই বছর প্রদেশ থেকে ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন হস্তশিল্প পণ্য রপ্তানি হয়। প্রাদেশিক পর্যটনের উপপ্রধান ফারজাদ রশিদি বুধবার এই তথ্য জানান। খবর ইরনার। তিনি বলেন, “নিষেধাজ্ঞা এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও গিলানের হস্তশিল্প রপ্তানি এই বছর ৯৬ লাখ ডলারে পৌঁছেছে যা ১৩৯৮ সালের ১৮ লাখ ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সূত্র: তেহরান টাইমস।