রবিবার, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

গত বছর ইরানের বাণিজ্য বেড়েছে দ্বিগুণ

পোস্ট হয়েছে: আগস্ট ২৮, ২০২৩ 

news-image

গত ইরানি বছর ১৪০১ সালে ইরানের বাণিজ্যের পরিমাণ ১৭৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের (সিবিআই) অর্থনৈতিক বিষয়ক ডেপুটি গভর্নর মোহাম্মদ শিরিজিয়ান বুধবার এই তথ্য জানান।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির অধীনে নতুন প্রশাসন ২০২১ সালের আগস্টের মাঝামাঝি দায়িত্ব গ্রহণ করার পর অন্যান্য দেশের সাথে দেশের বাণিজ্য ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।

সিবিআই কর্মকর্তা আরও বলেন, গত দুই বছরে ইরান ৪ দশমিক ২ শতাংশ গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। গেল বছর ১৪০১ ফারসি সালে আগের বছরের তুলনায় ইরানের বাণিজ্যের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৭৩ বিলিয়ন মার্কিন ডলারে। সূত্র: মেহর নিউজ।