শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

খুলে দেয়া হলো বিশ্বের অন্যতম বৃহৎ বই কেন্দ্র

পোস্ট হয়েছে: জুলাই ৬, ২০১৭ 

news-image

আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়েছে ইরানের রাজধানী তেহরানের সুবিশাল ‘বুক গার্ডেন’। বিশ্বের অন্যতম বৃহৎ এ প্রকাশনা কেন্দ্রটি উত্তর তেহরানের আব্বাসাবাদ পাহাড়ে ১ লাখ ১০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে অবস্থিত। গত সোমবার (৩ জুলাই) বিশেষ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বই কেন্দ্রটি খুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার ফারসি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে তেহরানের মেয়র মোহাম্মাদ বাকের কালিবাফ ও ইরানি পার্লামেন্ট মজলিসে শুরার স্পিকার আলী লারিজানি উপস্থিত ছিলেন।

তেহরান বুক গার্ডেনের ৬৫ হাজার বর্গমিটার এলাকা জুড়ে রয়েছে প্রদর্শনীর জন্য বিশাল জায়গা, যেখানে বই মেলার আয়োজন করা যাবে। সেখানে রয়েছে বিপুল পরিমাণ স্থায়ী বইয়ের দোকান যা বছরব্যাপী খোলা থাকবে। পাশাপাশি পরিবার ও শিশুদের বই পড়াতে উদ্দীপনা সৃষ্টির সহায়তায় রয়েছে প্রশস্ত স্থান ও নানা সুযোগ-সুবিধা। রয়েছে ১০টি থিয়েটার ও সারিবদ্ধ গ্যালারি।

সারাবছর ধরেই এ বুক গার্ডেন প্রদর্শনী ছাড়াও বই বিকিকিনির এক মোক্ষম স্থান হয়ে থাকবে। শিশু থেকে শুরু করে তরুণ কিংবা সববয়সের মানুষের পছন্দের যে কোনো বিষয়ের বই পাওয়া যাবে বুক গার্ডেনে। বই পড়ার জন্যে রয়েছে নিরিবিলি বিশেষ ব্যবস্থা। শিশু ও প্রতিবন্ধীদের জন্যে রয়েছে সংরক্ষিত এলাকা। রয়েছে গবেষণাগার। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের জন্যে রয়েছে বিশেষ সুযোগ।

এছাড়া বই মেরামতের জন্যে বুক থেরাপি ক্লিনিক, প্লানেটোরিয়াম, মাল্টিমিডিয়া প্রডাক্ট ও স্টেশনারি, ই-বুক, ৬টি সম্মেলন কক্ষ, যাদুঘর, ফ্লাগ টাওয়ারসহ বিভিন্ন সুব্যবস্থা রয়েছে তেহরান বুক গার্ডেনে।

উদ্বোধনী অনুষ্ঠানে কালিবাফ বলেন, বুক গার্ডেনের উদ্বোধন দেশের একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান। সুতরাং শিশুরা এই সংস্কৃতি ও অ্যাকাডেমিক সুযোগ-সুবিধার উত্তম ব্যবহার করতে পারে। সূত্র: তেহরান টাইমস।