খুব শীঘ্রই শুরু হচ্ছে চবাহারে ভারতের ৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ কার্যক্রম
পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০১৮

ইরানের চবাহার বন্দরে ভারত খুব শীঘ্রই ৮৫ মিলিযন মার্কিন ডলারের বিনিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। চবাহার বন্দরের এমডি মোহাম্মদ রাস্তাদ দেশটির সড়ক ও শহর উন্নয়ন মন্ত্রণালয়ের এক বৈঠকে গত বৃহস্পতিবার একথা জানান। তিনি জানান এ বিনিয়োগ কার্যক্রম শুরু করবে ভারতীয় কোম্পানি আইপিজিএল। চবাহার বন্দর উন্নয়নে ভারত বিভিন্ন ধরনের যন্ত্রাংশ সরবরাহ করবে।
বর্তমানে ইরানের চবাহার বন্দরে বিশাল ধরনের জাহাজ থেকে মালামাল খালাস করা সম্ভব হচ্ছে না। এ জটিলতা দূর করতে বন্দরটিতে বিনিয়োগ করছে ভারত। ভারতের বিনিয়োগ কার্যক্রম শেষ হলে ওই বন্দরে দিনে ৭৭ মিলিয়ন টন মালামাল খালাস করা সম্ভব হবে। একই সঙ্গে চবাহার বন্দরের সঙ্গে জাহেদানের রেলপথ নির্মাণ কাজ এগিয়ে চলছে। ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে চবাহার বন্দরটি অবস্থিত। পারস্য উপসাগরে এ বন্দর ভারতের পশ্চিম উপকূল থেকে মালামাল আমদানি ও রফতানিতে বিশেষ ভূমিকা রাখবে। ফিনান্সিয়াল ট্রিবিউন