বুধবার, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে ইরান: আইআরজিসি

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২১ 

news-image

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে তারা ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন।

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির সঙ্গে  শনিবার এক বৈঠকে এ কথা বলেছেন জেনারেল হাজিজাদে। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়ানোর ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা বিস্তারের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, আইআরজিসি অ্যারোস্পেস বাহিনীর প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে মন্ত্রণালয় কার্যকরী এবং চূড়ান্ত ভূমিকা পালন করতে পারে।

আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে
বৈঠকে জেনারেল আশতিয়ানি বলেন, আইআরজিসি’র অ্যারোস্পেস বাহিনীকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনীর বিশেষ করে আইআরজিসি’র অ্যারোস্পেস বিভিশনের প্রয়োজন মেটানোর জন্য বড় রকমের পদক্ষেপ নেবে তার মন্ত্রণালয়।শুক্রবার আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিও নতুন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।পার্সটুডে