ক্ষমতা নয়, জনগণের সেবা করার মানসিকতা নিয়ে প্রেসিডেন্ট হতে হবে: সর্বোচ্চ নেতা
পোস্ট হয়েছে: মে ২, ২০১৭
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের জনগণই তার দেশের ওপর থেকে যুদ্ধের ভীতি সরিয়ে দিয়েছে। ইরানের একটি নির্দিষ্ট প্রশাসন এই কাজটি করতে সক্ষম হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তাও নাকচ করে দিয়েছেন সর্বোচ্চ নেতা।
রোববার তেহরানে একদল শ্রমিক তার সঙ্গে দেখা করতে গেলে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, মাঝে মাঝে আমরা শুনে আসছি এবং অতীতে শুনেছি যে কোনো পক্ষ বলছে, যখন আমরা আসি এবং ক্ষমতায় আরোহণ করি তখন ইরানের ওপর থেকে যুদ্ধের ভীতি সরিয়ে দিতে আমরা সক্ষম হই।
সর্বোচ্চ নেতা বলেন, না। এসব বিবৃতি মোটেও সঠিক নয়। এটা জনগণের কৃতিত্ব যে, তারাই ইরানের ওপর থেকে যুদ্ধের ভীতি সরিয়ে দিতে সক্ষম হয়েছে এবং এতে কর্তৃপক্ষের হাত নেই। তিনি বলেন, ইরানের জনগণের বলিষ্ঠ ও সক্রিয় উপস্থিতির কারণেই বরং অহংকারী এবং বলদর্পী শত্রুরা ইসলামি প্রজাতন্ত্রের ওপর হামলা করা থেকে বিরত রয়েছে। আপনাদের মনে রাখতে হবে, ওই সবশক্তি ইরানের জনগণকে ভয় পায়। তারা আক্ষরিক অর্থেই ভীত।
সর্বোচ্চ নেতা বলেন, প্রিয় ইরানি জনগণের জানা উচিত যে, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের জোরালো উপস্থিতির একান্ত প্রয়োজন রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এটা প্রয়োজন। আপনারা জনগণ যদি প্রয়োজনে মাঠে থাকেন তবে দেশের নিরাপত্তাও সুরক্ষিত থাকবে। তিনি বলেন, যখন জনগণ এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বিরাট পার্থক্যের সৃষ্টি হয় তখন জনগণকে প্রয়োজনের সময় পাওয়া যায় না। আর তখনই শত্রুরা যা চাই, তারা তাই করার সুযোগ পায়।
ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের প্রতিও সর্বোচ্চ নেতা কিছু পরামর্শ দিয়েছেন। প্রার্থীদেরকে তাদের নির্বাচনী প্রচারভিযানে মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের দিকে নজর দেয়ার উপদেশ দেন তিনি। তিনি বলেন, আপনাদের ইচ্ছা এবং আকাঙ্খায় খোদায়ী চরিত্রের বহি:প্রকাশ ঘটাতে হবে। ক্ষমতার জন্য নয় বরং অবহেলিত এবং দরিদ্র জনগনের সেবা করার মানসিকতা নিয়ে আপনাদের উচিত প্রেসিডেন্ট হওয়া।
সর্বোচ্চ নেতা বলেন, প্রত্যেকের জানা উচিত যে, যতদিন আমরা প্রকৃত জিহাদ এবং বিপ্লবী চেতনায় বিনিয়োগ না করব ততদিন পর্যন্ত আমরা আমাদের দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে নিতে পারব না।
সর্বোচ্চ নেতা তার বক্তব্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন ইরানি জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমি কখনোই বলব না আপনারা কাকে নির্বাচন করবেন। তবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। যিনি এই দেশকে এবং নিরাপত্তাকে ভালবাসেন তাদের প্রত্যেকের উচিত ভোট কেন্দ্রে গিয়ে তার সেই ভালবাসার বহিপ্রকাশ ঘটানো। সূত্র: পার্সটুডে।