ক্রোয়েশিয়ায় ইরানি ছবির গ্র্যান্ড প্রিক্স জয়
পোস্ট হয়েছে: জুন ২৭, ২০২২
ক্রোয়েশিয়ার ওয়ান-মিনিট চলচ্চিত্র উৎসবে শীর্ষ স্থান দখল করেছে ইরানি চলচ্চিত্র “লিও”। মঈন রুহোলামি পরিচালিত ছবিটি দেশের প্রাচীনতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শীর্ষ পুরস্কার গ্র্যান্ড প্রিক্স জিতেছে।
চলচ্চিত্রটিতে খালেদ তার ভাইকে একটি বিশেষ পরিস্থিতিতে বড় একটি ফুটবল ম্যাচের প্লে-বাই-প্লে ধারাভাষ্য দিয়ে বিনোদন দেয়। হঠাৎ কিছু ঘটনার সম্মুখীন হয় সে। উৎসবের এবারের ৩০তম আসরের সমাপনী অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় পোজেগায় অনুষ্ঠিত হয়। ওয়ান-মিনিট চলচ্চিত্র উৎসবের অপর একটি ইরানি চলচ্চিত্র দুটি পুরস্কার জিতেছে। সূত্র: তেহরান টাইমস।